লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাছ তৃতীয়

লিবিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ আনাছ তৃতীয় স্থান অর্জন করেছেন। এর আগে তিনি সৌদি আরবে প্রথম স্থান অর্জন করেছিলেন। হাফেজ আনাছ শায়খ নেছার আহমদ আন-নাছিরী প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার যাত্রাবাড়ী শাখার ছাত্র। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার লুপাড়া গ্রামে। তিনি হাফেজ মাওলানা আতিকুর রহমানের ছেলে। লিবিয়ার এই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে লিবিয়া, দ্বিতীয় হয়েছে ঘেনিয়া, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ ইয়েমেন এবং পঞ্চম জার্মানির হাফেজ। ১৩তম লিবিয়া আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এর আসরে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রতিযোগী ছিলেন হাফেজ আনাছ বিন আতিক। নিজ ছাত্রের এই কৃতিত্ব প্রসঙ্গে হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন, এটা শুধু হাফেজ আনাছের কৃতিত্ব নয়, সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বিশ্ব দরবারে। আমার ছাত্ররা এভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করুক সেই দোয়া করি। হাফেজ আনাছের সর্বাত্মক সাফল্য কামনা করছি। বিডিপ্রতিদিন/কবিরুল/সোহাগ

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news