ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিল ও ফিরিয়ে দিতে ষষ্ঠ দিনের শুনানি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও উপস্থিত রয়েছেন। গত পাঁচদিনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৫ জন। আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 Comments
Your Comment