নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। তানিম নূর পরিচালিত এ ছবিতে তাকে দেখা যাবে একদম নতুন লুকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন অভিনেতা। সিনেমায় তার লুক নিয়ে রাজ বলেন, হ্যাঁ, নতুন সিনেমার জন্য ক্লিন শেভ লুক নিয়েছি। যেখানে গল্পই নায়ক। তাই গল্পের ডিমান্ডে এই লুক। আশা করছি, আমার ভক্ত-দর্শকরা বরাবরের রাজকে যেভাবে দেখছেন, তার থেকে অন্যরূপে দেখতে পাবেন। আসলে প্রত্যেক চরিত্রই একটা নতুন চ্যালেঞ্জ। আমি চাই দর্শক যেন ভাবেন, রাজ মানেই নতুন কিছু। সিনেমার গল্প নিয়ে তিনি বলেন, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। এটি ঘরানাভিত্তিক একটি ড্রামা থ্রিলার, যেখানে একই ট্রেনে ছুটে চলা কিছু মানুষের ভিন্ন ভিন্ন জীবন, সংকট, দ্বন্দ্ব ও সম্পর্কের গল্প উঠে আসবে। চরিত্রগুলোর শক্তিশালী উপস্থিতি ও তাদের মানসিক টানাপোড়েনই হচ্ছে গল্পের প্রধান চালিকাশক্তি। গল্প ও চরিত্রগুলোর গভীরতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিজুয়াল ন্যারেটিভও। প্রসঙ্গত, অভিনয়গুণে বড় পর্দায় আলো ছড়িয়েছেন শরিফুল রাজ। তার অভিনীত ‘আইসক্রিম’, ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ সিনেমাগুলো দর্শককে ভিন্ন রকমের স্বাদ দিয়েছে।
0 Comments
Your Comment