ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও নগরভবন অবরোধ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ করানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। বুধবার (১৪ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন ডিএসসিসির বৈধ মেয়র। অথচ এখনও তাকে শপথ করানো হয়নি, যা তারা ‘বিচার বিভাগের অবমাননা’ হিসেবে দেখছেন। তারা এর দ্রুত সমাধান দাবি করছেন। গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ইশরাকের সমর্থকরা। প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পুরান ঢাকার জনগণের কাছে দীর্ঘদিন ধরেই পরিচিত ও জনপ্রিয়। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই পুরান ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা, যারা ২০২০ সালের সিটি নির্বাচনে ইশরাককে ভোট দিয়েছিলেন। বিক্ষোভকারীরা জানান, জনগণের রায়কে উপেক্ষা করে শপথ গ্রহণে বিলম্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তাদের একমাত্র দাবি- আদালতের রায়ের আলোকে ইশরাক হোসেনকে দ্রুত শপথ পড়ানো হোক এবং মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। বিক্ষোভকারীরা এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news