নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনে প্রস্তুতির ক্ষেত্রে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে আছে। কারণ বিএনপি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন এখনো ঘোষণা করেনি। কিন্তু জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট-পোস্টার প্রস্তুত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদু। নির্বাচনে জামায়াতের প্রতিবন্ধকতা করা প্রসঙ্গে দুদু বলেন, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা করছে না, বরং আরো দ্রুত এবং কার্যকরভাবে নির্বাচন প্রতাশা করছে। পার্বত্য এলাকায় সাম্প্রতিক অস্তিরতা প্রসঙ্গে তিনি বলেন, এতে কোনো না কোনো দলের ইন্ধন রয়েছে। এতে কেউ হয়তো পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, যে কারণে এ ঘটনা ঘটছে সরকার তার যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে এটা আমরা প্রত্যাশা করি। কারণ পাহাড়ি ও সমতলের সবাই এদেশের মানুষ। শুধু জাতীয়তার প্রশ্নে বিভক্তি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে না। এজন্য শহীদ জিয়ার দেখানো আদর্শ ‘আমরা সবাই বাংলাদেশি’ এটি ধারণ করতে হবে। বিএনপির নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে দুদু বলেন, বিগত ১৬ বছরে বিএনপি ভালো নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে, গুমের শিকার হয়েছে, সংগ্রাম করেছে। অতএব বিএনপি প্রার্থী ঘোষণা না করলেও নির্বাচনের সব প্রস্তুতি তাদের আছে। বিএনপির সাবেক এই সংসদ সদস্য আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার ৬টি মন্দির পরিদর্শন এবং অনুদান প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সদস্য আবু জাফর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু ও সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম প্রমুখ।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news