খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ জারি করেছেন। শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জানা গেছে, খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কায় প্রশাসন এ উদ্যোগ নেন। এদিকে, অবরোধ চলাকালে আলুটিলা ও স্বনির্ভর এলাকায় দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। এর ফলে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। উল্লেখ্য, গত মঙ্গলবার সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এর প্রতিবাদে এ অবরোধ ডাকা হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news