খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। সার্বিক পরিস্থিতি থমথমে। সেনাবাহিনীর নিরাপত্তায় বিভিন্নভাবে আটকে পড়া পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো নিরাপত্তা দিয়ে খাগড়াছড়িতে পৌঁছেছে। পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাগড়াছড়ি শান্তি পরিবহনের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রোকন উদ্দীন জানান, প্রশাসনের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি অবরোধকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর ১২টা থেকে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে। তাই ঢাকা-চট্টগ্রামগামী টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কেনার জন্য যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন। শহরের জিরো মাইল, কলেজ গেট, দক্ষিণ মাথাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলো আটকা পড়ে থাকায় এখানকার উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। পৌর শহরে কিছু ব্যাটারি চালিত টমটম চলাচল করছে। তবে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন বেশি, কারণ দূরপাল্লার যানবাহন এখান থেকে ছাড়ছে না। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আটকে পড়া পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ অবস্থায় দিনমজুর শ্রেণির মানুষ ও পরিবহন শ্রমিকরা বেকার সময় পার করছেন।
0 Comments
Your Comment