নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। গোয়াহাটিতে নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। নারী বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে হারলেও লড়াই করেছিল টাইগ্রেসরা। তাই পরাজয়ের পরও আত্মবিশ্বাসী হয়েই আজ আসামের গোয়াহাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলার বাঘিনীরা। টস হেরে শুরুতে ফিল্ডিং করে নিগার সুলতানা জ্যোতির দল। শুরুতে ৩৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। তবে পরিস্থিতি সামলে নেন অধিনায়ক সোফিন ডেভিন। তিনি জুটি বাঁধেন ব্রুকলি হ্যালিডের সাথে। ১৬৬ বলে তাদের এই জুটিতে আসে ১১২ রান। এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও লড়াকু পুঁজির দেখা পায় নিউজিল্যান্ড। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন রাবেয়া খান। ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনি নিয়েছে ৩ উইকেট। কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারা। দুই ওপেনার রুবাইয়া আক্তার (৪) এবং শারমিন আক্তার (৩) সাজঘরে ফেরেন ১৩ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করার সোবহানা মোস্তারি- কেউই কিছু করতে পারেননি। জ্যোতি খেলেন ২৮ বলে ৪ রানের ব্যর্থ ইনিংস, মোস্তারি ফেরেন ২ রানে। বাকি ব্যাটাররাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দলীয় ৩৩ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে চরম লজ্জা থেকে বাঁচাতে জুটি গড়েন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার, তাদের জুটি ৩৩ রানের। শেষের দিকে ফাহিমার ৮০ বলে ৩৪ রানের ইনিংসে কেবল হারের ব্যবধান কমেছে টাইগ্রেসদের। মাত্র ৩৯.৫ ওভারেই সব উইকেট হারায় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১০০ রানের পরাজয় বরণ করতে হয় তাদের। নিউজিল্যান্ডের হয়ে জেস কার এবং লিয়া তাহুহু নেন সর্বোচ্চ ৩ উইকেট। এই হারে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকটাই। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে কিউই নারীরা।
0 Comments
Your Comment