ভিক্ষুকের টাকা ছিনতাই, বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা

জন্ম থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী কিনাই ফকির। সহজ-সরল এই ভিক্ষুক মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। প্রতিদিন বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে মানুষের সহানুভূতির সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সোমবার সন্ধ্যায় ভিক্ষা করে বাড়ি ফেরার পথে মাদারীপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলাতলা এলাকায় পৌঁছালে একটি কিশোর গ্যাং তার কাছ থেকে জোরপূর্বক ভিক্ষার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কিনাইয়ের হাতে কোপ দেয়। এতে তার হাত গুরুতরভাবে জখম হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কিনাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার হাতে পাঁচটি সেলাই দেন। ঘটনার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রকাশ্যে এমন নৃশংস ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় অভিযোগ দিলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news