হেলমেট চুরির শাস্তি পুকুরে ২০ ডুব

বরিশাল নগরীতে মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে ধরা পড়ে পুকুরে ২০টি ডুব দিয়ে রক্ষা পেয়েছে চোর। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র বিবি পুকুরের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক যুবক এসে পুকুরের পূর্ব পাড়ে মোটরসাইকেলের ওপর হেলমেট রেখে কাজে যায়। এক পর্যায়ে জনৈক চোর এসে প্রথমে মোটরসাইকেলের ওপর বসে। পরে হোন্ডায় রাখা হেলমেটটি তার পিঠে ঝোলানো ব্যাগের মধ্যে ঢুকিয়ে চলে যেতে উদ্যত হয়। তখন হোন্ডার মালিক দেখে ফেলে তাকে ধাওয়া দিয়ে আটক করেন। এ পর্যায়ে গণধোলাই থেকে বাঁচতে চোর নিজেই এই শীতের মধ্যে পুকুরে ২০টি ডুব দিতে রাজি হয়। শর্ত অনুযায়ী বিবি পুকুরে নেমে ২০টি ডুব দেয়। এরপর জীবনে আর কখনো চুরি করবেন না বলে অঙ্গীকার করলে স্থানীয়রা তাকে ছেড়ে দেয়। তার নাম সোলায়মান। সে উজিরপুরের মশাং এলাকার বাসিন্দা।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news