জুবিন গর্গের ম্যানেজার ও অনুষ্ঠানের আয়োজক গ্রেফতার

ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে প্রয়াত গায়ক জুবিন গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর দুজনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শ্যামকানু মহন্ত সিঙ্গাপুরে গা ঢাকা দিয়েছিলেন। তারপর সিঙ্গাপুর থেকে দিল্লি আসার পর বিমানবন্দরেই গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে সিদ্ধার্থ শর্মাকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তিনি সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের খিঁচুনি হয় পানির নিচেই। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। জুবিনের হঠাৎ এমন আকস্মিক মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠেছিল। মৃত্যুর আগে জুবিন কী কী করেছিলেন, কীভাবে তার মৃত্যু হলো গোটা ঘটনা সম্পর্কে জানতে তদন্তে নেমেছে পুলিশ। আরও কয়েকজন তদন্তকারীদের রাডারে রয়েছে। তাদেরও হেফাজতে নেওয়া হতে পারে। জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়ার বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের ল্যাজারুস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন জুবিন। সঙ্গে ছিলেন ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও শেখর জ্যোতি গোস্বামী। সৈকতে ফিরে আসার পর জুবিন আরও একবার স্কুবা ডাইভিং করতে যান, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দুপুর আড়াইটায় তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সিঙ্গাপুর থেকে জুবিনের মরদেহ ভারতে আসার পর ফের একবার ময়নাতদন্ত করা হয়েছিল। দ্বিতীয় রিপোর্টেও জুবিনের মৃত্যুর পেছনে অস্বাভাবিক কারণের উল্লেখ নেই। গত মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news