দশমীতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শুভশ্রী, কোয়েল, কাজল, ঋতুপর্ণা

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে আজ বিজয়া দশমীতে টলিউড অভিনেত্রী ও সাধারণ মহিলারা সিঁদুর খেলায় মাতলেন। লাল ও সাদা শাড়িতে সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন। দূর্গাপূজার শেষ দিন, সকাল থেকেই কলকাতার আরবানা মণ্ডপে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লাল টুকটুকে শাড়ি ও স্বর্ণের গহনায় সাজিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। প্রণাম শেষে তিনি বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” শুভশ্রীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল, এবং স্ত্রী শুক্লা শীল, যাদেরও সিঁদুরে রঙিন করা হয়। অন্যদিকে, বালিগঞ্জ ২১ পল্লী ক্লাব-এ অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘ পুজো প্যান্ডেল-এ স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাব-এ অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনী পুজো প্যান্ডেল-এ পাওলি দাম, হাজরা পার্ক প্যান্ডেল-এ অভিনেত্রী ও তৃণমূল সাংসদ সায়নী ঘোষ অংশ নেন। ভবানীপুর মল্লিক বাড়ি-তে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মল্লিক। মুম্বাইয়ের নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো প্যান্ডেল-এ সিঁদুরখেলায় অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। কাজলের পরনে ছিল লাল পাড়-সাদা শাড়ি, ঋতুপর্ণার পরনে লাল পাড়-হলুদ শাড়ি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, কাজলের বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে, অনু আগরওয়াল।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news