শাকিব খানকে বিশ্বের অনেকেই চেনে: তমা মির্জা

‘দাগী’ চলচ্চিত্রের সাফল্যের পর এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। দীর্ঘ বিরতির পর নতুন প্রজেক্ট নিয়ে ফিরছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তমা মির্জা তার আসন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, সেরকমই একটা ছবি আমি পছন্দ করেছি, আমার লিস্টে নিয়ে এসেছি এবং শিগগিরই আপনারা জানতে পারবেন।’ এসময় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের প্রশংসা করে তমা বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের যেমন বিশ্বে চিনে, সেরকম এখন আরেকজনকে বিশ্বের অনেকেই চিনে, সেটা হলো শাকিব খান।’ ক্যারিয়ার নিয়ে তমা জানান, ‘তিনি শুধু বর্তমানের সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। তার ইচ্ছা, ভবিষ্যতে যখন হয়তো কাজ কমে যাবে, তখনও যেন মানুষ তাকে তার ভালো কাজের জন্য মনে রাখে।’ তমা বলেন, ‘আমার একটাই ইচ্ছা যে, হয়তো অনেক বছর পরে নানা কারণে কাজ নাও হতে পারে। তখনও যেন এখন যেমন দর্শক আমাকে ভালোবাসছে, আমার কাজ দেখে প্রশংসা করছে। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে পারছি, এখন যেন আরও এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করতে পারি এবং সেগুলো কাজ যেন বেঁচে থাকে, সেই কাজ দিয়েই যেন মানুষ আমাকে মনে রাখে।’ ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আসেন তমা মির্জা।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news