স্মৃতি রেখে ফিরে গেলেন হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হানিয়া আমিরের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে দেশজুড়ে তৈরি হয় ব্যাপক আগ্রহ ও আলোচনা। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সফর ছিল মূলত ব্র্যান্ডের নতুন ক্যাম্পেইনকে ঘিরে, যেখানে হানিয়া অংশ নেন এক বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে। শুধুমাত্র আমন্ত্রিত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অতিথিদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে হানিয়া আমির নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন ‘গ্লাস শাইন’ প্রোপোজিশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তার উপস্থিতি ও কথাবার্তা অংশগ্রহণকারীদের মধ্যে সাড়া ফেলে দেয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ ও ইতিবাচক প্রতিক্রিয়া। অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের এই সেশনে হানিয়ার প্রাণবন্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্য অনুপ্রাণিত করেছে উপস্থিতদের। সফরের মাধ্যমে ব্র্যান্ড এবং দর্শকদের মধ্যে এক অনন্য সংযোগ তৈরি হয়। বাংলাদেশে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর হানিয়া আমির গতরাতে ঢাকা ত্যাগ করেন। তবে তার সফরের রেশ এখনো রয়ে গেছে সামাজিক মাধ্যমে ও ভক্তদের আলোচনায়। ভিজিট শেষ হলেও, তার সফরের উচ্ছ্বাস, স্টাইল এবং বার্তা স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের কাছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news