রাজধানীতে গ্যাসের সংকট কাটছেই না। নোঙরের আঘাতে তুরাগ নদের নিচে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পাইপে ঢুকে পড়ে পানি। চাপ কমিয়ে শুরু হয় মেরামত কাজ। তীব্র আকার ধারণ করে গ্যাস সংকট। গ্রাহকরা পড়েন চরম ভোগান্তিতে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদের তলদেশে গ্যাস বিতরণ পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়। সমাধানের চেষ্টা অব্যাহত আছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। পাইপলাইন লিকেজের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গাবতলী থেকে আসাদগেট, মোহাম্মদপুর, বসিলা, লালমাটিয়া, ধানমন্ডি ও আশপাশের এলাকাগুলোতে। বুধবার থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যায়। ছুটির দিন গতকাল শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হয়। মোহাম্মদপুরের বাসিন্দা মো. শাহজাহান বলেন, রাতে সামান্য গ্যাস থাকলেও আজ সারাদিন (গতকাল) চুলায় গ্যাস নেই। বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়েছে। ধানমন্ডির বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, চুলায় গ্যাস নেই বললেই চলে। ইলেকট্রিক চুলায় রান্না করেছি।
0 Comments
Your Comment