শরীয়তপুরে আওয়ামী লীগ ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও শরীয়তপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগ, যুবশক্তি ও বিজেপির তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির যুব সংহতির সদস্য সচিব মো. সিয়াম। পরে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময় নানা নির্যাতনের শিকার হয়েছি। এসব বাস্তবতার কারণে আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়িয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছি, যাতে ভবিষ্যতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যায়। মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি পরিবার গড়তে চাই। হিংসা ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে উন্নত ও সমৃদ্ধ শরীয়তপুর গড়াই আমাদের লক্ষ্য।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news