সাভারের আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা একাধিকবার তার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ না করায় সন্দেহ হয়। পরে সহকর্মীরা পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে এসে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
0 Comments
Your Comment