ঢালিউডের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও ইয়ামিন হক ববিকে অনেক দিন পর দেখা গেল এক ফ্রেমে। রবিবার নিজেদের ছবির শুটিংয়ের ফাঁকে এফডিসিতে শাকিব-ববির সাক্ষাৎ হয়। এসময় দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়, এছাড়া অনেক দিন বাদে দেখা হওয়ায় তারা মেতে ওঠেন আলাপচারিতায়। জানা যায়, বর্তমানে ‘সোলজার’ ছবির শুটিংয়ে এফডিসিতে ব্যস্ত সময় পার করছেন শাকিব, অন্যদিকে ববি সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নতুন ছবি ‘তছনছ’ এর টানা শুটিং করছেন। রবিবার পাশাপাশি ফ্লোরে শুটিং হওয়ায় সুবাদে শাকিব-ববির দেখা হয়। সূত্র বলছে, এসময় নিজেদের ছবি নিয়ে আলাপ ছাড়াও ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও সামনের কাজ নিয়ে তাদের কথা হয়। তবে ফের একসঙ্গে তাদের বড়পর্দায় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা- তা জানা যায়নি। উল্লেখ্য, জনপ্রিয় জুটি হয়ে বেশ কিছু আলোচিত ছবিতে কাজ করেছেন শাকিব খান ও ববি। এর মধ্যে ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘রাজত্ব’, ‘রাজাবাবু’ ও ‘নোলক’ অন্যতম। এই জুটির প্রতিটি ছবিই দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
0 Comments
Your Comment