কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ

মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী ভারতকে ১-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে একসময় ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। এর আগে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ। বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে অনুশীলনও করে কিছু দিন। সেই অনুশীলনের ফসল বলা যায় এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য।

0 Comments

Your Comment