হামজাদের উত্তাপ ছড়ানো ম্যাচ

আরও একবার ফুটবল নিয়ে মেতে উঠেছে বাংলাদেশ। আরও একবার হামজা-সামিত-জামালদের খেলা দেখতে অধীর অপেক্ষায় সমর্থকরা। বাংলাদেশ-হংকং চায়না আজ ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে। এ ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার ২৪ মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে আরও একবার পরীক্ষায় নামছে কোচ হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। গত মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে শিলংয়ে গিয়েছিলেন হামজারা। সেই ম্যাচে পরফরম্যান্স করে দর্শকদের মন ভরিয়েছে বাংলাদেশ। ড্র করার পরও হতাশ হয়নি কেউ। এমনকি গত জুনে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে পরাজয়ের পরও হতাশা তেমন একটা আচ্ছন্ন করেনি। তবে হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ বেশ চাপ তৈরি করেছে দলের ওপরও। জিতলেই ভবিষ্যতের পথে অনেক দূর এগিয়ে যেতে পারে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরাও তাই মানছেন। তিনি বলছেন, ‘আমাদের প্রতি আশা অনেক বেশি। আমরা আগের ম্যাচের ভুলগুলো এবার আর করতে পারি না। আমাদের হংকং ম্যাচে ভালো করতে হবে। এ ম্যাচে জিততে পারলে সামনের পথ অনেক সহজ হবে।’ বাংলাদেশ-হংকং চায়নার সর্বশেষ সাক্ষাৎ ২০১৪ সালের এশিয়ান গেমসে। এটা অবশ্য জাতীয় দলের খেলা ছিল না। তারপরও ম্যাচটার গুরুত্ব কম নয়। দুই দলের লড়াইয়ে হংকং জয় পেয়েছিল ২-১ গোলে। সেই ম্যাচে খেলেছিলেন জামাল ভূঁইয়া। লাল-সবুজের জার্সিধারী দলের অধিনায়ক বলছেন, ‘হংকংয়ের জন্য আমরা প্রস্তুত। এবার মাঠে নিজেদের কাজটা করার পালা। যারা খেলবেন তাদের শতভাগ দিয়েই খেলতে হবে।’

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news