চট্টগ্রামে এবার শিক্ষার্থীর রগ কাটা লাশ

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় সাগরের পার থেকে হাত পায়ের রগ কাটা অবস্থায় শামীম মকসুদ খান জয় (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে বন্দর থানার আনন্দবাজার এলাকার সাগরপারের কাশবন থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জয় বন্দর আবাসিক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ¯œাতক সম্পন্ন করেছিলেন। নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, জয়ের মৃত্যু রহস্যঘেরা। তার দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। তবে এটা কি খুন, নাকি আত্মহত্যা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য বের করতে কাজ করছে। এ ঘটনায় তার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, গতকাল দুপুরে জয়ের মোবাইলে একটি কল এলে তিনি চাকরির সাক্ষাৎকার দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তবে তিনি তার মোবাইল বাসায় রেখে গিয়েছিলেন। এ কারণে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, রবিবার রাতে কাশবনের ভিতরে রগ কাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা টহল পুলিশকে বিষয়টি জানায়। পার্শ্ববর্তী হালিশহর থানার পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার এসে তার লাশ শনাক্ত করে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news