চট্টগ্রামে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায়। সংঘর্ষ চলাকালে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর থানার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি চট্টগ্রামের বাকলিয়া এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যানার খুলে ফেলা নিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা এমদাদুল হক বাদশা ও বোরহান উদ্দিনের অনুসারীদের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বলেন, “মো. সাজ্জাদ নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। এছাড়া গুলিবিদ্ধ আরও কয়েকজন চিকিৎসাধীন আছেন।” বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “ব্যানার টানানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এতে একজন মারা গেছে। ঘটনার তদন্ত চলছে।”

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news