নাসিরের বিধ্বংসী ইনিংসে ঢাকার জয়, হারের বৃত্তে নোয়াখালী

ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচে নাসির হোসেনের বিধ্বংসী ইনিংস আলোড়ন তুলেছে। ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার ৯০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেও তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি নিতে পারেননি। তবে এটি ছিল তার ক্যারিয়ারের সেরা ইনিংস। ১৪ চার ও ২ ছক্কায় সাজানো এই ইনিংসটি খেলতে নাসিরের স্ট্রাইক রেট ছিল ১৮০.০০। পাশাপাশি, তিনি বিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডও স্থাপন করেছেন। মাত্র ২১ বলে ৫০ রান তুলে তিনি রংপুর রাইডার্সের কাইল মায়ার্সের ২৩ বলের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি তিনি বোলিংয়ে একটি উইকেটও নিয়েছেন। নাসিরের বিধ্বংসী পারফরম্যান্সের কারণে হারের মুখে ঘুরপাক খেলেছে নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে খেলতে নেমেও টানা পাঁচ ম্যাচ হারে তারা হতাশার ছায়ায়। আজকের ম্যাচে ঢাকা ৭ উইকেটে বড় জয় পেয়েছে, ৩৫ বল হাতে রেখেই লক্ষ্য পূরণ করে। যদিও রান তাড়া শুরুতে ঢাকার দলটি ধাক্কায় পড়ে। দলীয় ১৪ রানে দুই ওপেনার সাজঘরে ফেরেন, দু’টি উইকেটই নেন হাসান মাহমুদ। এরপরই নাসির তিনে নামার সুযোগ পান এবং ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দলের জয় নিশ্চিত করতে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইমাদ ইয়াসিম, ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে নোয়াখালীও ব্যাটিংয়ে বড় সমস্যার মুখে পড়েছিল। দলীয় ৪০ রানে ৫ উইকেট হারানোর পর মোহাম্মদ নবী ও অধিনায়ক হায়দার আলি ষষ্ঠ উইকেটে ১৩৩ রানের জুটি গড়ে দলকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর এনে দেন। নবী ৪২ রানে অপরাজিত থাকেন, আর হায়দার সর্বোচ্চ ৪৭ রান করেন। নোয়াখালীকে পরাজিত করতে ঢাকার সাত বোলার মিলিয়ে সাত উইকেট নিয়েছেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news