টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর খুব বেশি সময় আর বাকি নেই। তবে আসন্ন এই বৈশ্বিক আসরে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগের মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়েছে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলে নিজেদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অনিচ্ছুক। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান স্পষ্ট করলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির ওপরই নির্ভর করছে। এ বিষয়ে এত দিন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে ভারত সরকারের অবস্থান তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের ওপর ছেড়ে দিয়েছে ভারত সরকার। তবে সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে ভারত প্রস্তুত রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআইয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি একান্তই বাংলাদেশের বিষয় বলে মনে করছে ভারত সরকার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বকাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রীড়া নীতিমালা অনুযায়ী ভারত সব অংশগ্রহণকারী দেশকে স্বাগত জানাতে প্রস্তুত। বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় অথবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, তাহলে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। ভারত সরকারের একটি সূত্র জানায়, বাংলাদেশ দল ভারতে এলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে। ভারত সব সময়ই অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানাতে চায়। তবে বাংলাদেশ আসবে কি না, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই। বল এখন বাংলাদেশের কোর্টে।
0 Comments
Your Comment