আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না। এমনকি সিদ্ধান্তের খবর তারা পেয়েছেন গণমাধ্যমের মাধ্যমে। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নিয়েও তৈরি হয়েছে জটিলতা। এর মধ্যেই ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। প্রতিবেদনে বলা হয়, বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকেই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল-সংশ্লিষ্ট বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,'আমরা মিডিয়া থেকেই এই সিদ্ধান্তের কথা জেনেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শও চাওয়া হয়নি।' এর আগে গত ৩ জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভারতের সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেবে বিসিসিআই। তবে বিষয়টি আরও পরিষ্কার করতে দেবজিত সাইকিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো প্রতিক্রিয়া পায়নি।
0 Comments
Your Comment