বিপিএলে তিন দলের প্লে-অফ নিশ্চিত

বিপিএলের এবারের আসরে সিলেট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেছে তিন দলের প্লে-অফ খেলা। আগামী ১৫ জানুয়ারি শুরু হবে ঢাকার পর্ব, যেখানে বাকি ম্যাচগুলো মূলত লড়াই হবে প্লে-অফের শেষ একটি স্পটকে কেন্দ্র করে। সিলেট পর্বের শেষ ম্যাচে সোমবার (১২ জানুয়ারি) মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে জয় পেয়েছে রাজশাহী। এবারের বিপিএলে ঢাকায় পাড়ি দেওয়ার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে রয়েছে এই তিনটি দল। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী ওয়ারিয়র্স। এক ম্যাচ কম খেলা চট্টগ্রাম রয়্যালসের পয়েন্ট ১০, যা তাদের দ্বিতীয় স্থানে বসিয়েছে। সমান ১০ পয়েন্ট নিয়েই টেবিলের তৃতীয় স্থানে আছে সিলেট টাইটান্স, যদিও তারা ৯টি ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকার চারে থাকলেও রংপুর রাইডার্স এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ৮ ম্যাচে ৪ জয় ও ৪ পরাজয় নিয়ে তাদের পয়েন্ট ৮। এছাড়া ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসও ৮টি ম্যাচ খেলে দুটি করে জয় পেয়েছে। কাগজে-কলমে তাদেরও প্লে-অফের আশা টিকে আছে। লিগ পর্বে আরও মাত্র ৬টি ম্যাচ বাকি রয়েছে। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, আর ফাইনালের মাধ্যমে ২৩ জানুয়ারি শেষ হবে এবারের বিপিএলের আসর।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news