বিশ্বকাপ বাছাই : বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়াকে পেয়েছে বাংলাদেশ। মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামবে নিগার সুলতানার দল। বাছাই পর্বের গ্রুপিং ও সূচি বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জায়গা হয়েছে ‘এ’ গ্রুপে। জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপালকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো আসর। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া ৯টায় এবং দ্বিতীয়টি দুপুর সোয়া একটায়। আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনে মাঠে গড়াবে চারটি ম্যাচ। আপার মুলপানিতে ওই দিনই যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিন পর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে তারা। ২২ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া। একদিন পর আপার মুলপানিতে তারা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২০২৬ সালের জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চারটি জায়গায় জন্য লড়াই করবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে তিনটি দল যাবে পরের ধাপে। সুপার সিক্স রাউন্ড শেষে প্রথম চার দল পাবে মূল পর্বের টিকেট। সুপার সিক্স রাউন্ড শুরু হবে আগামী ২৮ জানুয়ারি, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাইয়ের মূল লড়াই শুরুর আগে আগামী ১৪ জানুয়ারি থেকে ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। বাংলাদেশ খেলবে দুটি; প্রথম দিন সকালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে এবং ১৬ জানুয়ারি দুপুরে আপার মুলপানিতে থাইল্যান্ডের বিপক্ষে। প্রথমবারের মতো ১২ দল নিয়ে হবে উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।। গত বছরের বিশ্বকাপে অংশ নিয়েছিল ১০টি দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল নিউ জিল্যান্ড।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news