বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইমাদ ওয়াসিম ও নাসির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানেই আটকে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ১৩২ রান। ফলে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের লক্ষ্য ১৩৩। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রাজশাহী। ইনিংসের প্রথম বলেই সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন ইমাদ ওয়াসিমের বলে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ১৫ বলে ২০ রান করে ফিরলে চাপ আরও বাড়ে, তাকে আউট করেন নাসির হোসেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানের মধ্যেই ৫ উইকেট হারায় দলটি। একমাত্র লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ২৮ বলে ৩৭ রান করেন, ইনিংসে ছিল দুটি চার ও দুটি ছক্কা। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। এসএম মেহরুব শূন্য রানে ফেরেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ২৬ বলে ২৬ রানে ভর করে কোনোমতে ১৩২ রানে পৌঁছায় রাজশাহী। ঢাকার বোলারদের মধ্যে ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। নাসির হোসেন ৩২ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
0 Comments
Your Comment