ধান শুকাতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, আহত স্ত্রী

কিশোরগঞ্জের ইটনায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত নিরোদ দাস ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে। স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস ও তার স্ত্রী। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাসের মৃত্যু হয়। এতে আহত হন তার স্ত্রী। বজ্রপাতে নিহতের স্ত্রী আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে ধানের কাজ করছিলেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জেনেছি। ধান শুকাতে গিয়ে একজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news