শেওড়াপাড়ায় বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

রাজধানীর শেওড়াপাড়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের বাবার বাড়ির ভাড়াটিয়া দুই বোনের রক্তাক্ত গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মোসা. মরিয়ম ওরফে বেবী (৬১) ও সুফিয়া বেগম (৪৫)। শুক্রবার (৯ মে) রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ার ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত মরিয়মের মেয়ে নুসরাত জাহান ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় পান। তিনি দরজা খুলে ভেতরে ঢুকে মা ও খালার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, “দুই নারীর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছি।” নিহত সুফিয়া বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। মরিয়মের স্বামীর নাম কাজী আলাউদ্দিন। দুই বোন দীর্ঘ ২০ বছর ধরে বিমান সচিবের বাবার বাড়িতে ভাড়া থেকে আসছিলেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুরো ঘটনা উদঘাটনে কাজ করছে তদন্তকারী সংস্থাগুলো। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news