চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ক্যাম্পাসে আড্ডা দিতে নিষেধ করায় এক শিক্ষককে মারধর করেছে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার (২০ মে) সকালে রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসমাঈলের ওপর এ হামলার ঘটনা ঘটে। শিক্ষক ইসমাঈল জানান, বিদ্যালয়ের নিচে স্থানীয় কিছু ব্যক্তি নিয়মিত আড্ডা দিত এবং অশালীন কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি তাদের নিষেধ করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। এদিকে, গত রবিবার (১৮ মে) স্কুল থেকে ফ্যান, বাল্বসহ প্রায় ৩৭ হাজার টাকার সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার স্থানীয় অভিভাবকদের সঙ্গে বৈঠক চলাকালে অভিযুক্তরা এসে তার ওপর হামলা চালায়। শিক্ষক ইসমাঈল এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- মো. শফিক (২৬), মো. রফিক (২৩) ও সাইফুল (২৯)। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
0 Comments
Your Comment